“মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ পবিত্র যাকাত- ফিতরা, উশর, কুরবানীর চামড়া, দান-ছদকা, মান্নত-কাফফারা কবুল হওয়ার সর্বোত্তম স্থান কেন?

“মুহম্মদিয়া জামিয়া শরীফ ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ পবিত্র যাকাত-
ফিতরা, উশর, কুরবানীর চামড়া, দান-ছদকা, মান্নত-কাফফারা কবুল হওয়ার সর্বোত্তম স্থান কেন? - এই সংক্রান্ত মুল্যবান নছীহত

১) সর্বক্ষেত্রে পরিপূর্ণ শরীয়ত উনার অনুসরণ:

এখানে সম্মানিত আহলে সুন্নত ওয়াল জামায়াত উনার আক্বীদা ভিত্তিক পবিত্র কুরআন শরীফ, পবিত্র হাদীছ শরীফ, পবিত্র ইজমা শরীফ ও পবিত্র ক্বিয়াস শরীফ তথা পরিপূর্ণ শরীয়ত উনার অনুসরণ করা বাধ্যতামূলক। শুধুমাত্র কিতাবে নয়, বরং বাস্তবে দৈনন্দিন আমলসহ সর্বক্ষেত্রে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত পরিপূর্ণ পবিত্র সুন্নত উনার রঙে রঞ্জিত। সকলের জন্য তাহাজ্জুদ নামায বাধ্যতামূলক। পরিপূর্ণ শরয়ী পর্দা পালন করা বাধ্যতামূলক।
বালিকা শাখা: সম্পূর্ণ পৃথক; বালক শাখা উনার শিক্ষক, কর্মকর্তা ও আমিলগণ উনারা প্রত্যেকেই পুরুষ এবং বালিকা শাখা উনার শিক্ষিকা, কর্মকর্তা ও আমিলগণ উনারা প্রত্যেকেই মহিলা। ৫ বছরের বালকদেরও বেগানা মহিলাদের সামনে যাওয়া নিষেধ।

২) ইলিম তা’লীমের পরিবেশ:

খালিছ “আল্লাহওয়ালা” হওয়ার উদ্দেশ্যে একমাত্র অত্র প্রতিষ্ঠানেই ইলমে ফিক্বাহ উনার পাশাপাশি ইলমে তাছাউফ শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে যা শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরয। ফরয পরিমাণ ইলম অর্জন ও আন্তর্জাতিক সিলেবাসের মাধ্যমে ৫টি ভাষা (আরবী, বাংলা, উর্দূ, ফারসী, ইংরেজী) শিক্ষাদানের ব্যবস্থা আছে। উন্নতমানের সুষম খাদ্যের (balanced diet) ব্যবস্থা আছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পবিত্র দ্বীন ইসলাম উনার নামে অনৈসলামিক কর্মকা- যেমন, মৌলবাদ, সন্ত্রাসবাদ, বোমাবাজী, হরতাল, লংমার্চ, ইসলাম হেফাযতের নামে পবিত্র কুরআন শরীফ পোড়ানো, জান-মালের ক্ষতিসাধন, কুশপুত্তলিকা দাহ, অবাঞ্ছিত সংগঠন বা দলাদলি ইত্যাদি হারাম ও কুফরীমূলক কাজ থেকে পরিপূর্ণ মুক্ত। প্রত্যেক শিক্ষকের জন্যে ছাত্রদেরকে ‘আপনি’ বলে সম্বোধন করা শর্ত। শিক্ষার্থীদেরকে বেত্রাঘাত, মারামারি নিষিদ্ধ- একারণেই তাদের চিন্তা-চেতনা, ধ্যান-জ্ঞান, মেধা ও মগজের মধ্যেই প্রচলিত অনৈসলামিক দুষ্ট ব্যাধি ও সন্ত্রাসবাদ নেই।

৩) বিভিন্ন কর্মস্থল:

এখানে মসজিদ-মাদরাসা ইয়াতীমখানা, দলিলভিত্তিক গবেষণার জন্য রিসার্চ সেন্টার (Muhammadia Jamia Shareef Research Centre) এবং প্রায় সমস্ত বিষয়ে কোটি কোটি টাকা মূল্যের দূর্লভ কিতাবে সমৃদ্ধ ১টি লাইব্রেরী রয়েছে। (Muhammadia Jamia Shareef Library) আছে। পাশাপাশি সারাদেশব্যাপী প্রতিষ্ঠিত শাখা মসজিদ-মাদ্রাসায় আমাদের শিক্ষার্থীরা ইবাদত-বন্দেগী ও দ্বীনী তা’লীম তালকিনে নিয়োজিত হয়।




৪) কর্মপরিধি:

বিশ্বব্যাপী মসজিদ-মাদরাসা, গবেষণাগার প্রতিষ্ঠা ও ঘরে ঘরে আনজুমানে আল বাইয়্যিনাত মজলিস (Readers forum)-এর মাধ্যমে প্রচলিত শ্রেণীবদ্ধ শিক্ষাই নয় বরং শিশু থেকে বয়স্ক ব্যক্তি সবার জন্যে ইলিম অর্জন ও তা’লীমের ব্যবস্থা আছে। মূল উদ্দেশ্য- ইলম অর্জন ও বিতরণের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকান্ড অংশগ্রহণ। বর্তমানে সারা পৃথিবীতে কোটি কোটি মসজিদ-মাদরাসা ও কোটি কোটি গবেষণাগার প্রতিষ্ঠার কাজ চলছে কাজেই, আপনার পবিত্র যাকাত, পবিত্র উশর, পবিত্র ফিৎরা, পবিত্র কাফ্ফারা, পবিত্র মানড়বত, পবিত্র দান, পবিত্র ছদকা, পবিত্র কুরবানী উনার চামড়া বা তার মূল্য অত্র প্রতিষ্ঠান ও সংশিষ্ট ইয়াতীমখানা ও লিল্লাহ বোর্ডিং-এ দান করাই হবে অধিক ফযীলতের কারণ। তাই আপনার যে কোনো আর্থিক সহযোগিতা অত্র প্রতিষ্ঠানে প্রদান করে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূজে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ সন্তুষ্টি মুবারক হাছিল করুন।

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...

* মুহম্মদিয়া জামিয়া শরীফ উনার আরো কিছু ছবি দেখতে ক্লিক করুন।

* মুহম্মদিয়া জামিয়া শরীফ উনার অধিনস্ত এবং সংশ্লিষ্ট সারা বাংলাদেশে সকল মসজিদ

* মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার অধিনস্ত এবং সংশ্লিষ্ট সারা বাংলাদেশে সকল মাদরাসা-এতিমখানা


যাকাত প্রদান করুন

মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদরাসা উনার একাউন্ট নাম্বার সমূহ-

Account no.1

Muhammadia Jamia Shareef Madrasa & yatimkhana

A/C-200007569
Sonali Bank Limited, Malibag Branch
Dhaka, Bangladesh

Account no.2

name:-MD. Mufizul Islam

A/C-1020335489001 Naya-paltan branch
IFIC Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: IFICBDDH

Account no.3

name:-MD. Mufizul Islam

A/C-108101277050 Shantinaghar branch
Dutch Bangla Bank Limited, Dhaka, Bangladesh
Swift Code: DBBLBDDH


Account no.4

Dutch Bangla mobile Banking-017187407422

Account no.5

Bkash-(Personal) 01718740742, 01876043934, 01990770065