উশর সংগ্রহ

পবিত্র উশর উনার পরিচয় : পবিত্র ‘উশর’ শব্দখানা আরবী, যা ‘আশরাতুন’ (দশ) শব্দ হতে এসেছেন। উনার আভিধানিক বা শাব্দিক অর্থ হচ্ছেন- ‘এক দশমাংশ’। আর সম্মানিত ইসলামী শরীয়ত উনার পরিভাষায়- যমীন থেকে উৎপাদিত কৃষিজাত পণ্য তথা ফল ও ফসলের ১০ ভাগের ১ ভাগ পবিত্র যাকাত হিসেবে আদায় করাকে পবিত্র উশর বলে। আর ২০ ভাগের ১ ভাগ পবিত্র যাকাত হিসেবে আদায় করাকে পবিত্র নিছফু উশর বলে।
পবিত্র উশর সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে একাধিক পবিত্র আয়াত শরীফ বর্ণিত হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اَنْفِقُوْا مِنْ طَيّبَاتِ مَاكَسَبْتُمْ وَمِـمَّا اَخْرَجْنَا لَكُمْ مّنَ الْاَرْضِ.
অর্থ : “তোমরা তোমাদের উপার্জিত হালাল সম্পদ হতে এবং যা আমি তোমাদের জন্য যমীন হতে উৎপন্ন করিয়েছি তা হতে দান করো।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৬৭)
তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَاَتُوْا حَقَّه يَوْمَ حَصَادِه
অর্থ : “ফসল কাটার সময় তার হক (পবিত্র উশর) আদায় করো।” (পবিত্র সূরা আনআম শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৪১)

  • ফসল কাটার সময় তার হক (উশর) আদায় করতে হবে ।
  • আনজুমান ভিত্তিক উশর সংগ্রহ করতে হবে। যাকাতের মতই উশর ফরয।
  • উশর আদায় না করলে সমস্ত ফল-ফসলাদি নষ্ট হয়ে যাবে।

عَنْ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ عَنِ النَّبِىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِيْمَا سَقَتِ السَّمَاءِ وَالْعُيُوْنِ اَوْ كَانَ عَثَرِيًّا اَلْعُشْرُ وَمَا سُقِىَ بِالنَّضْحِ نِصْفُ الْعُشْرِ

অর্থ : “হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যাতে অর্থাৎ যে যমীনকে আসমান অথবা প্রবাহমান কূপ পানি দান করে অথবা যা নালা দ্বারা সিক্ত হয়, তাতে উশর অর্থাৎ দশ ভাগের এক ভাগ আর যা সেচ দ্বারা সিক্ত হয়, তাতে অর্ধ উশর অর্থাৎ বিশ ভাগের এক ভাগ।” (পবিত্র বুখারী শরীফ)