উশরের ছক

পবিত্র উশর আদায়ের উদাহরণ : যখনই কোন ফল-ফসল উৎপন্ন হবে তখনই নীচের ছকে লিখে ফেলতে হবে।

নং জমির বর্ণনা ফল/ ফসল উৎপাদনের সময় (মাস/ তারিখ) ফল/ফসলের নাম উৎপাদন ফল/ ফসলের পরিমাণ ওশর বিনা পরিশ্রমে উৎপাদিত ফল ফসলের ক্ষেত্রে (১০ ভাগের ১ ভাগ) নিছফে-ওশর পরিশ্রম করে উৎপাদিত ফসলের ক্ষেত্রে (২০ ভাগের ১ ভাগ) ফল / ফসলের বাজার দর (টাকা ) ওশর / নিছফে-ওশর বাবদ বিক্রয়কৃত অর্থ (টাকা)
বাড়ির আঙ্গিনা - আম ৫০০টি ৫০টি - ১০ ৫০০
অমুক জমি-১ বিঘা - ধান ১০০মন - ৫মন ৮০০ ৪০০০