পবিত্র উশর উনার পরিচয় : পবিত্র ‘উশর’ শব্দখানা আরবী, যা ‘আশরাতুন’ (দশ) শব্দ হতে এসেছেন। উনার আভিধানিক বা শাব্দিক অর্থ হচ্ছেন- ‘এক দশমাংশ’। আর সম্মানিত ইসলামী শরীয়ত উনার পরিভাষায়- যমীন থেকে উৎপাদিত কৃষিজাত পণ্য তথা ফল ও ফসলের ১০ ভাগের ১ ভাগ পবিত্র যাকাত হিসেবে আদায় করাকে পবিত্র উশর বলে। আর ২০ ভাগের ১ ভাগ পবিত্র যাকাত হিসেবে আদায় করাকে পবিত্র নিছফু উশর বলে।
পবিত্র উশর সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে একাধিক পবিত্র আয়াত শরীফ বর্ণিত হয়েছে। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
اَنْفِقُوْا مِنْ طَيّبَاتِ مَاكَسَبْتُمْ وَمِـمَّا اَخْرَجْنَا لَكُمْ مّنَ الْاَرْضِ.
অর্থ : “তোমরা তোমাদের উপার্জিত হালাল সম্পদ হতে এবং যা আমি তোমাদের জন্য যমীন হতে উৎপন্ন করিয়েছি তা হতে দান করো।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ২৬৭)
তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وَاَتُوْا حَقَّه يَوْمَ حَصَادِه
অর্থ : “ফসল কাটার সময় তার হক (পবিত্র উশর) আদায় করো।” (পবিত্র সূরা আনআম শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৪১)